How to add web push notification on blogger [Onesignal]

আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন। 


হ্যালো ভিউয়ার্স এন্ড অল ফ্রেন্ডস আজকের টপিকটা একটু আলাদা হবে আজকে আমরা ব্লগারের একটি টপিক নিয়ে আলোচনা করবো। আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি শেয়ার করব সেটি হল কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্লগার ওয়েবসাইটের জন্য পুশ নোটিফিকেশন এড করবেন আজকের টপিকটার মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে কিভাবে একটি এড করতে হয় আজকে বেশি কথা বলব না সরাসরি মেইন টপিকের চলে যাব তো চলুন আজকের পোস্টটি শুরু করা যাক।

Push notification add on blogger 

🔵তো প্রথমে আপনার মোবাইলের অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন তারপর সার্চ দিবেন onesignal.com লিখে তারপর আপনার মোবাইলের ব্রাউজার টি অবশ্যই ডেক্সটপ মোড করে নেবেন আর কম্পিউটার থাকলে তো কোন কথাই নেই আপনাদের কিছু করা লাগবে না।

🔵তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে তিনটি অপশন আসবে প্রথমটিতে আপনাদের ইমেইলটি বসিয়ে দিবেন তারপর নিচের যে কোন একটি পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন এবং তারপর যে কোন একটি নাম দিবেন তারপর ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করে সাইন আপ করে নেবেন।

🔵এখন আপনার একাউন্টে লগইন করুন।আপনাদের সামনে একটি অপশন থাকবে New App/Website সেখানে ক্লিক করবেন। এখন যেকোনো একটি নাম দিন অথবা আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন। তারপর web push সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন তারপর আপনাদের সামনে কিছু অপশন আসবে উপরে দুই নম্বর অপশনটিতে ক্লিক করবেন। তারপর ব্লগার অপশনটি সিলেক্ট করে নিবেন।

🔵তারপর আপনার সাইটের নামটি দিবেন। তারপর নিচের আপনার সাইটের Url টি দিবেন। নিচে আপনার ওয়েবসাইটের আইকনটি দিতে পারেন মানে লোগোটি এখন নিচে আসবেন নিচে আসার পর আরেকটা অপশন থাকবে লেভেল এখানে যে কোন একটি নাম দিবেন অবশ্যই Small Letter এর হতে হবে।
তারপর আর কোন কাজ নেই একেবারে নিচে সেইব অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কাঙ্খিত কোডটি চলে আসবে তারপর আর কিছু করা লাগবে না শুধু কোডটি কপি করে আপনার ওয়েবসাইটের থিম এর এডিট অপশনে চলে যাবেন।

🔵যেহেতু আমার কম্পিউটার নেই তাই আমি মোবাইল দিয়ে আপনাদের এডিট করে দেখাচ্ছি মোবাইলে এডিট করতে হলে অবশ্যই একটি অ্যাপ নামাতে হবে প্লেস্টোর থেকে যেটার নাম হচ্ছে an writter আপনারা নামিয়ে নিবেন অবশ্যই কিন্তু তার আগে আপনার থিমটি অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপস এ ঢুকবেন তারপর আপনার থিমটি সিলেক্ট করবেন।

🔵আপনার Theme এ <head> অপশনটি খুজে বের করবেন। তারপরও আমি দেখাচ্ছি যে কিভাবে করবেন আপনারা অবশ্যই নিচের STEP গুলো ভালো করে ফলো করবেন। প্রথমেই থাকবে এটা অপশনটি। তারপর উপরে দেখবেন থ্রি ডট মেনু আছে ওখান থেকে জাস্ট কপি করা পোস্টটি পেস্ট করে দিবেন তারপর সেভ করবেন এবং আপনার ব্লগার ওয়েবসাইটে গিয়ে আপলোড করে দিবেন।

🔵আপলোড করা হয়ে গেলে আপনার ব্লগ  ওয়েবসাইটি ভিজিট করে দেখবেন Push নোটিফিকেশনটি চলে এসেছে।

তো এই ছিল আজকের সম্পূর্ণ পোস্ট আশা করি আপনাদের পোস্টটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ওয়েব সাইটটি নিয়মিত ভিজিট করবেন এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে✌

আপনি যদি কোন সমস্যার মুখোমুখি হন তবে যেকোনো প্রয়োজনে ফেসবুকে & ইন্সটাগ্রামে আমি  Ashis Paul। আমি আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব। আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে বিদায় পরবর্তী কোনো পোস্টে দেখা হবে।🤗

Post a Comment

0 Comments