DSLR ক্যামেরা অথবা কোনো ডুয়াল ক্যামেরার মোবাইল ছাড়াই যেকোনো ছবিকে মাত্র এক ক্লিকেই নিখুঁতভাবে BLUR করে নিন।


DSLR ক্যামেরা অথবা কোনো ডুয়াল ক্যামেরার মোবাইল ছাড়াই যেকোনো ছবিকে মাত্র এক ক্লিকেই নিখুঁতভাবে BLUR করে নিন।


আসসালামু আলাইকুম ফ্রেন্ডস & ভিসিটর
আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চতুর্থ নাম্বার পোস্ট করতে যাচ্ছি তাও আবার বাংলায়। আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।

আর যদি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই নতুন ওয়েবসাইেট আপনারা প্রতিনিয়ত ভিজিট করবেন এটুকুই আমার চাওয়া আপনাদের কাছে। আরেকটা কথা আপনারা প্লিজ ওয়েবসাইটে নোটিফিকেশন টি এলাও করে নেবেন। যাতে করে পরবর্তী পোস্টগুলোর নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।

তো প্রথমে আপনাদের এই অ্যাপসটি প্লে স্টোর থেকে নামিয়ে(DOWNLOAD) নিতে হবে নিচের DOWNLOAD LINK থেকে।


অ্যাপসটির নাম o2cam।

💎অ্যাপসটির নামানো হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন।

💎এরপর আপনাদের প্রথমে কিছু সেটিং করে নিতে হবে। সেটিং করার জন্য আপনাদের উপরের থ্রি ডট মেনুতে প্রেস করতে হবে।

💎তারপর আপনাদের দুটি জিনিস অন অফ করে নিতে হবে। একটি হলো ছবিতে যেনো কোনো ওয়াটারমার্ক না থাকে। তার জন্য ওয়াটারমার্ক অপসনটি অফ করে দিতে হবে। & আরেকটি হলো যাতে আপনার কাংখিত ছবির রেসোলেসন যেনো খারাপ না হয়। তার জন্য আপনাদেরকে সেইব অরজিনাল ফটোতে ক্লিক করতে হবে।

💎এখন উপরের তিন নাম্বার Option টিতে আপনাদের ক্লিক করতে হবে এবং একটি ফটো সিলেক্ট করতে হবে যেটিতে আপনারা ডিএসএলআর লুক অথবা BLUR করতে চান। তো চলুন আমি আমার গ্যালারি থেকে যেকোনো একটি ফটো সিলেক্ট করে নেই। আপনারা চাইলে এই ক্যামেরা দিয়েও ছবি তুলে নিতে পারেন।

💎সিলেক্ট করার পর আপনাদেরকে নিচে BLUR অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর একেবারে শেষে একটি অপশন থাকবে যেখানে লেখা থাকবে Hollow সেই Hollow অপশনটিতে ক্লিক করার পর আপনারা একটি বাড়িয়ে কমিয়ে নেওয়ার অপশন পেয়ে যাবেন। সেখান থেকে BLUR বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন।

💎তারপর জাস্ট Save এ ক্লিক করে সেইব করে নিবেন।

💎দেখুন আমার আগের ফটো আর BLUR করার পরের ফটো।


 তো এই ছিলো আজকের সম্পুর্ন পোস্ট। আসা করি আপনাদের কাছে পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। এখন থেকে আপনাদের আর DSLR & ডুয়াল ক্যামেরার দরকার নেই।

আবার নতুন কোনো দুর্দান্ত পোস্ট নিয়ে হাজির হবো আমার এই নতুন ব্লগার ওয়েবসাইটে। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন। 🙏

আপনি যদি কোন সমস্যার মুখোমুখি হন তবে যেকোনো প্রয়োজনে ফেসবুকে & ইন্সটাগ্রামে আমি  Ashis Paul। আমি আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব। আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে বিদায় পরবর্তী কোনো পোস্টে দেখা হবে।🖐

Post a Comment

0 Comments