আসসালামু আলাইকুম ফ্রেন্ডস & ভিসিটর আশা করি সবাই ভালো আছেন।
বাংলালিংক এ সারাদিন ফ্রি ইন্টারনেট
এটার জন্য আপনার অবশ্যই ফেসবুকের অফিশিয়াল অ্যাপটি লাগবে। নিচের STEP গুলো ফলো করেন।
💎প্রথমে ফেসবুকের মেইন অ্যাপটি ওপেন করুন।
💎তারপর থ্রি ডট অপশনে ক্লিক করুন। তারপর একটু নিচে আসুন নিচে আসলে একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা আছে Banglalink data packs ওখানে ক্লিক করবেন।
💎এখানে দুটি অপশন দেখতে পাবেন। এখন দেখবেন Turn Off লেখা আছে সেখানে ক্লিক করবেন তারপর Turn Off করে দিবেন।
💎ব্যাস কাজ শেষ এখন সবাই ফেসবুকে সকল ছবি এমবি ছাড়াই দেখতে পারবে আর এটা আনলিমিটেড সারাদিন ইউজ করতে পারবে।
💎তো এখন আসা যাক দ্বিতীয় টপিকে কারা কারা ভিডিও দেখতে পারবেন তবে এর জন্য আপনাদের সিমটি পুরোনো হতে হবে যা আমি আগেই বলেছিলাম। নিচের স্ক্রিনশটে একটি কোড দেখতে পাচ্ছেন এই কোডটি ডায়াল করবেন এই কোডটি ডায়াল করলে 1 জিবি ফেসবুক প্যাক পাবেন যার মেয়াদ থাকবে 30 দিন। আার এটি সবাই নাও পেতে পারেন।
আর যারা যারা পাবেন না তারা তারা আপাদত ভিডিও ছাড়া এবং এমবি ছাড়া ফ্রিতে সকল পিকচার দেখুন। তো ছিল আজকের সম্পূর্ণ এবং পরিপূর্ণ পোস্ট আশা করি আপনাদের এই পোস্টটি অনেক অনেক উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে আমার ওয়েবসাইটটি রেগুলার ভিজিট করবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে।🤘
আপনি যদি কোন সমস্যার মুখোমুখি হন তবে যেকোনো প্রয়োজনে ফেসবুকে & ইন্সটাগ্রামে আমি Ashis Paul। আমি আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব। আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে বিদায় পরবর্তী কোনো পোস্টে দেখা হবে।🙏
0 Comments